West Bengal: গত ২ বছর \'কাঁচা বাদাম\' গাইতে শিখেছে শুধু, দেখুন খুদের ভাইরাল ভিডিয়ো
2022-02-09 1
করোনার প্রকোপ কমতেই রাজ্য জুড়ে ফের স্বাভাবিক হতে শুরু করেছে সবকিছু। এসবের মধ্যেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, স্কুল, কলেজ খুললেও, খুদে পড়ুয়ারা হাজির হবে পাড়ায় পাড়ায় শিক্ষালয়ে। খুদে পড়ুয়াদের পড়াতে তাই পাড়ায় পাড়ায় শিক্ষালয়ে হাজির হচ্ছেন শিক্ষকরাও।